ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে মাত্র ৯৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধুঁকলেও শেষ পর্যন্ত ভেদা কৃঞ্চমূর্তির ব্যাটে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ৯৬ রান।
কৃঞ্চমূর্তি সর্বোচ্চ ২৪ রান করেন। অধিনায়ক মিতালি রাজের ব্যাট থেকে আসে ১৬ রান।
দিল্লির ফিরোজ শাহ কোটলার সবুজ ঘাসের উইকেটে পাকিস্তানি মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। প্রথম ১৩ ওভারে তিন উইকেট হারানো ভারতের স্কোরবোর্ডে আসে মাত্র ৪২ রান। ইনিংসের ১৬তম ওভারে ১৪ রান তুলে রানের চাকা সচল করেন কৃঞ্চমূর্তি। শেষ অবধি সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় তারা।
পাকিস্তানি বোলারদের মধ্যে আনাম আমিন, আসমাভিয়া ইকবাল, সাদিয়া ইউসুফ, সানা মির ও নিডা দার একটি করে উইকেট নিয়েছেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি পাকিস্তানের প্রথম ম্যাচ। পক্ষান্তরে বাংলাদেশকে ৭২ রানের ব্যবধানে হারিয়ে শুরু করে ভারত।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এসকে/এমআর