ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের জায়গায় শুভাগত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
তাসকিনের জায়গায় শুভাগত ছবি : সংগৃহীত

ঢাকা: বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে নিষিদ্ধ হয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেলেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম।



একই কারণে নিষিদ্ধ বাঁহাতি স্পিনার আরাফাত সানির জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

শনিবার (১৯ মার্চ) রাতেই এ দু’জনের ভারতের ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা। বিসিবি’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তাসকিন আহমেদের বিকল্প হিসেবে শুভাগত হোমকে বিবেচনা করার পেছনে কারণ হিসেবে রয়েছে ভারতের কন্ডিশন। কন্ডিশন অনুযায়ী পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি কার্যকর হয়ে উঠতে পারে। তাসকিন না থাকার পরও বাংলাদেশ স্কোয়াডে থাকছেন চারজন পেসার (আল-আমিন, মাশরাফি, মুস্তাফিজ ও আবু হায়দার রনি)।

উল্লেখ্য, শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এসকে/এমআর

** সাকলাইনকে প্রস্তুত থাকতে বলেছে বিসিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।