ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর চলাকালীন টাইগারদের দুই বোলারকে অ্যাকশনে ত্রুটি থাকায় নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। শনিবার (১৯ মার্চ) আইসিসি আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধের অফিসিয়াল ঘোষণা দেয়।
এ দুঃসংবাদ শোনার পর বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়ে আরাফাত সানি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘Good luck team Bangladesh for the upcoming WCT20 matches... Miss you all.’
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে সানির নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোলিং পরীক্ষায় আরাফাত সানির কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে দেখা গেছে। সে কারণে আইসিসির আর্টিকেল ৬.১ অনুযায়ী বোলিং অ্যাকশন শুধরে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ থাকবেন সানি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইসিসির এমন ধাক্কা এই প্রথম নয়। গত বছর এই দিনে (১৯ মার্চ) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আইসিসির বাজে কিছু সিদ্ধান্তের কারণে ভারতের বিপক্ষে হারতে হয়েছিল টাইগারদের। এ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে হারাতে হলো দুই টাইগার বোলারকে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর
** আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ