ঢাকা: বিশ্বমঞ্চের হাইভোল্টেজ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বমঞ্চের ১৯তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় বিলম্বে টস অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। দুই দল ১৮ ওভার করে ব্যাট করার সুযোগ পায়।
পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৯ ম্যাচ খেলা শারজিল খান ও ৪২ ম্যাচ খেলা আহমেদ শেহজাদ। ভারতের হয়ে বোলিং শুরু করেন ২০তম ম্যাচে নামা আশিষ নেহারা। প্রথম ওভার থেকে পাকিস্তানের দুই ওপেনার তুলে নেন মাত্র ৩ রান। ৪০ ম্যাচ খেলা অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারে আসে ২ রান।
ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন পাকিস্তানের ওপেনার শারজিল খান। সুরেশ রায়নার বলে হারদিক পান্ডের দারুণ ক্যাচে ফেরেন ২৪ বলে দুটি চারে ১৭ রান করা শারজিল। তার বিদায়ে মাঠে আসেন শহীদ আফ্রিদি।
দশম ওভারে জাসপ্রিত বুমরাহ ফেরান আরেক ওপেনারিআহমেদ শেহজাদকে। জাদেজার তালুবন্দি হওয়ার আগে শেহজাদ ২৮ বলে তিনটি বাউন্ডারিতে করেন ২৫ রান।
দলীয় ৪৬ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন শহীদ আফ্রিদি ও উমর আকমল। তবে, ইনিংসের ১২তম ওভারে বিদায় নেন আফ্রিদি। ১৪ বলে ব্যক্তিগত ৮ রান করে হারদিক পান্ডের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন পাকিস্তান দলপতি।
১৬তম ওভারে ফেরেন উমর আকমল। জাদেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২২ রান। ১৬ বল মোকাবেলা করা আকমল একটি চার ও একটি ছক্কা হাঁকান। পরের ওভারে শোয়েব মালিককে ফিরিয়ে দেন নেহারা। ১৬ বলে ২৬ রান করা মালিকের ব্যাট থেকে আসে তিনটি চার আর একটি ছক্কা।
মোহাম্মদ হাফিজ ৫ ও সরফরাজ আহমেদ ৮ রান করে অপরাজিত থাকেন। ১৮ ওভার শেষে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান।
টি-টোয়েন্টির পরিসংখ্যানে ভারত এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এর আগে সাতবারের দেখায় ছয়টিতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এর মধ্যে টি-২০ বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই হারের লজ্জায় ডোবে পাকিস্তান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, হারদিক পান্ডে ও আশিষ নেহরা।
পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর