ঢাকা: পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বিগ স্কোরের প্রত্যাশা দর্শকদের। উইকেট থেকে ব্যাটসম্যানদের উড়িয়ে মারা বল পড়বে গ্যালারিতে-মনে মনে এমন ছবিই আঁকেন দর্শকরা।
কিন্তু দর্শকের প্রত্যাশাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল ইডেন গার্ডেন্সের ২২ গজের উইকেট। ভারতের বিপক্ষে পাকিস্তান ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাট করে করতে পেরেছে ১১৮ রান।
পেস আক্রমণে সুইংয়ের সঙ্গে স্পিনে অবাক করা টার্ন। রবীন্দ্র জাদেজার টার্ন দেখে তো ধারাভাষ্যকার বলেই ফেললেন ‘এমন টার্নের সামনে ভালো ব্যাটিং অসম্ভব। ’ তারপরও শোয়েব মালিকের ২৬ ও আহমেদ শেহজাদের ২৫ রানের ইনিংসে শেষ অবধি চ্যালেঞ্জিং স্কোরই গড়ে পাকিস্তান।
এমন উইকেটে ১১৮ রানকে চ্যালেঞ্জিং স্কোর তো বলাই যায়। এশিয়া কাপে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতকে ৮৪ রানের টার্গেট দিয়েই ম্যাচ জমিয়ে তুলেছিল পাক-পেসাররা। মিরপুরে মোহাম্মদ আমির যেভাবে জ্বলে উঠেছিলেন তাতে মনে হচ্ছিলো পাকিস্তানই জিততে চলেছে ম্যাচটি। ৮ রানে ৩ উইকেট হারানো ভারত বিরাট কোহলির ৪৯ রানের দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ৫ উইকেটে।
লো-স্কোরিং ম্যাচটিতে আজও নিশ্চয়ই কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে!
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এসকে/এমআর