ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাহানারাদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জাহানারাদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হয়ে এসেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৭২ রানে হারের পর শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হার মানে জাহানারা আলমের দল।

এবার তৃতীয় ম্যাচে টাইগ্রেসদের সামনে ওয়েস্ট ইন্ডিজ।

চেন্নাইয়ের এম চিদামবারাম স্টেডিয়ামে রোববার (২০ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ নারী দল প্রথম দুটি ম্যাচ খেলেছিল ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে।

র‌্যাংঙ্কিংয় বিচারে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষই ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে ক্যারিবীয় নারী দলের অবস্থান যেখানে পঞ্চম, বাংলাদেশের সেখানে নবম।

তারপরও ওয়েস্ট ইন্ডিজির বিপক্ষে ভালো করতে আশাবাদী নারী দলের অধিনায়ক জাহানারা আলম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হার শেষে পরের ম্যাচে ঘুরে দাড়ানোর কথা বলেন এই টাইগ্রেস, ‘ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা ও সালমা খাতুন অসাধারণ ব্যাটিং করেছে। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। পরের ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমরা ভালো করবো। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও আমাদের ভালো ব্যাটিং অনুশীলন হয়েছে। ’

১৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ৪৬ রানেই চারটি উইকেট হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা।   হারটাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। কিন্তু শেষ দিকে দারুণ লড়াই করেন নিগার সুলতানা ও সালমা খাতুন।   শেষপর্যন্ত ম্যাচটা ৩৬ রানে হেরে গেলেও তাদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ভর করে  টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের (১১৭) রেকর্ড গড়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১১৫ রানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ ইংলিশ মেয়েদের বিপক্ষে ম্যাচে আগের রেকর্ড টপকানো তো চাট্টিখানি কথা নয়।   

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।