ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।
সোমবার (২০ মার্চ) সুপার টেনের গ্রুপ ‘টু’র ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টাইগাররাও নিজেদের প্রথম ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) হেরে যায়।
সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৪২ রান তাড়া করতে নেমে আট রানে হার মানেন স্টিভেন স্মিথরা। ওপেনিং জুটিতে ৪৪ রান (৫.২) অাসলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হারের লজ্জায় ডোবে ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওই ম্যাচটিতে দলকে ভালো শুরু এনে দেন খাজা। রান আউট হওয়ার আগে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। তবে বাংলাদেশ ম্যাচে ফিঞ্চকে রাখা হলে খাজার দলে থাকা নিয়ে সংশয় রয়েছে। শুধু একজনই নন, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দলে একাধিক পরিবর্তন আনতে পারেন কোচ ড্যারেন লেহম্যান।
এক সাক্ষাৎকারে লেহম্যান বলেন, ‘সে (খাজা) চমৎকার খেলেছে, কিন্তু এটা নির্ভর করে (ভেন্যুর দিকে ইঙ্গিত দেন লেহম্যান)। বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে নামতে হবে। তাই এ ম্যাচটির সেরা বিকল্প (স্কোয়াডে পরিবর্তন) কী হতে পারে সেদিকেই দৃষ্টি রাখছি। ’
প্রথম ম্যাচে একাদশে না থাকার খবর ভালোভাবেই সামলে নেন ফিঞ্চ। শিষ্যের এমন দৃষ্টান্তের ভূয়সী প্রশংসাই করেন লেহম্যান, ‘সে (ফিঞ্চ) চমৎকার, অবিশ্বাস্য। আমরা সেখানে (ধর্মশালায়) পৌঁছানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত (কিউইদের বিপক্ষে একাদশ নির্বাচন) নিই। কন্ডিশন, উইকেট ও আবহাওয়া দেখার পরই একাদশ নির্বাচন করা হয়েছিল। কিন্তু, সে (ফিঞ্চ) দুর্দান্ত। তার ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলার নেই। ’
তবে কী বাংলাদেশ ম্যাচ দিয়েই অজিদের হয়ে মাঠে নামবেন ফিঞ্চ? লেহম্যান তো সে ধরনের ইঙ্গিতই দিলেন! অন্যদিকে, বাংলাদেশ দলেও পরিবর্তন আসাটা এক প্রকার অনুমেয়ই। আইসিসি আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করায় তাঁদের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন সাকলাইন সজীব ও শুভাগত হোম।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএম