ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লে-তে লঙ্কানদের সংগ্রহ ৪১/২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পাওয়ার প্লে-তে লঙ্কানদের সংগ্রহ ৪১/২

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লে’র ছয় ওভারে দুই উইকেটে ‍৪১ রান করেছে শ্রীলঙ্কা। এর আগে দু’দলই জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার টেন মিশন শুরু করে।

এ ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।

রোববার (২০ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ ‘ওয়ান’র ম্যাচটি শুরু হয়।

ইনিংসে চতুর্থ ওভারের প্রথম বলেই তিলকরত্নে দিলশানকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কার্লোস ব্রাথওয়েট। দলীয় সংগ্রহ ছিল ২০। ১২ রান যোগ হতেই রান আউটের ফাঁদে পড়েন আরেক ওপেনার দিনেশ চান্দিমাল (১৬)।

এ রিপোর্ট লেখা অবধি লাহিরু থিরিমান্নে ৫ ও চামারা কাপুগেদারা ৪ রানে অপরাজিত রয়েছেন।

নিজেদের প্রথম ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত শতকে ভর করে ইংল্যান্ডকে ‍ছয় উইকেটে হারায় ক্যারিবীয়রা। পরদিনই (১৭ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ওই ম্যাচটিতে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিলকরত্নে দিলশান।

টি-টোয়েন্টিতে আটবারের মুখোমুখি লড়াইয়ে ছয় ম্যাচেই জয় তুলে নেয় লঙ্কানরা। এর মধ্যে বিশ্বকাপে ছয়বারের দেখায় পাঁচটিতেই হার মানে ক্যারিবীয়রা। তবে ওই একটি জয়ই ও. ইন্ডিজের স্মরণীয় হয়ে থাকবে। কলম্বোয় ২০১২ আসরের ফাইনালে স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা উল্লাসে মেতেছিলেন স্যামি-গেইল-স্যামুয়েলসরা।

শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), মিলিন্ডা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, জেফরি ভান্ডারসে, দুশমান্থা চামিরা ও রঙ্গনা হেরাথ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বদ্রি ও সুলেমান বেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।