ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টেইনকে ‘বিপজ্জনক’ মনে করি না: শাহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
স্টেইনকে ‘বিপজ্জনক’ মনে করি না: শাহজাদ ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো আফগানিস্তান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অঘটনের অপেক্ষায় ছিলো সমর্থকরা।

কিন্তু প্রোটিয়াদের করা ২০৯ রানের জবাবে শেষ পর্যন্ত ৩৭ রানে হারে আফগানরা।

এ ম্যাচে আফগানদের জয়ের আশার যোগান দেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। তিনি ১৯ বলে ৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। যেখানে তিনটি চারের পাশাপাশি ছিলো পাঁচটি বিশাল ছক্কার মার। তবে এ ম্যাচে দ. আফ্রিকার হয়ে খেলেননি ফাস্ট বোলার ডেল স্টেইন। কিন্তু ম্যাচ শেষে শাহজাদ জানান, স্টেইনকে তিনি ‘বিপজ্জনক’ বোলার মনে করেন না।

ক্রিস মরিসের বলে আউট হওয়া শাহজাদ বলেন, ‘মরিস দারুণ বল করেছে। তার গুড লেন্থ ও নাইনের বলগুলো ছিলো চমৎকার। আমি ফুল-লেন্থ বলের জন্য অপেক্ষা করেছিলাম। তবে সেটি মিস করেছি, আর সে আমাকে আউট করে। ’

স্টেইন সম্পর্কে শাহজাদ বলেন, ‘এটা কোন বিষয় না যে কোন বোলার বল করছে। কারণ উইকেটটি ছিলো ব্যাটিং বান্ধব। আমি স্টেইনের বল খেলতে পছন্দ করি। তবে তাকে আমার বিপজ্জনক বোলার মনে হয় না। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।