ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লেগস্পিন না ‘ফাঁদ’!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
লেগস্পিন না ‘ফাঁদ’! ছবি: শে‍ায়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লেগস্পিনাররা সাধারণত রান দেওয়ায় কিছুটা খরুচে হন। তবে দ্রুত উইকেট তুলে নিতে পারেন বলে বেশিরভাগ দলেই উইকেটটেকার হিসেবে রাখা হয় একজন লেগস্পিনারকে।

লেগস্পিনে রান বানানো যত সহজ, উইকেট আগলে রাখা আবার ততটাই কঠিন।

ব্যাঙ্গালুরুতে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ লেগস্পিনার অ্যাডাম জাম্পা অবশ্য রান দেয়ায় কৃপন থেকেই তুলে নিলেন তিন উইকেট। মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান ও শুভাগত হোম সাজঘরে ফিরেছেন অ্যাডামের ঘূর্নিতে। ইনিংসের এমন গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছেন অ্যাডাম যখন প্রতিপক্ষের হাত খুলে খেলার সময়।

অস্ট্রেলিয়ার অখ্যাত লেগস্পিনার অ্যাডাম জাম্পা বিখ্যাত হয়ে গেলেন বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপেই অজিদের হয়ে অভিষেক হয় ২৩ বছর বয়সী এ লেগস্পিনারের। তবে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ছিলেন উইকেটশূন্য। মোহাম্মদ মিঠুনকে সাজঘরে পাঠিয়েই ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি উইকেট নেন এ স্পিনার। এরপর শুভাগত হোম ও সাকিব আল হাসানকে ফিরিয়ে দেন ঘূর্নিজাদুতে।
 
৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়ে অজিদের আজকের সেরা বোলার অ্যাডামই। এই স্পিনারকে ভালোভাবে সামলানো গেলে বাংলাদেশের ইনিংসটা আরও বড় হতো পারতো। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর (১৫৬/৫) ঠিকই গড়েছে বাংলাদেশ। এবার কাজটা বাংলাদেশের স্পিনারদের।



বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।