ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে বলের আঘাত পান পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। মোহালিতে অনুশীলনে আঘাত পাওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সতর্কতামূলক পরীক্ষার জন্য।
জানা যায়, অনুশীলনের সময় দুর্ঘটনাবশত একটি বল ওয়াহাবকে আঘাত করে। তবে, মারাত্মক কিছু ঘটেনি বলে জানান পাকিস্তানের মিডিয়া ম্যানেজার আঘা আকবর।
তিনি জানান, ‘একটি থ্রো করা বল দূর্ঘটনাবশত ওয়াহাব রিয়াজের গায়ে লাগে। বলটি ওয়াহাবের কাঁধ ও ঘাড়ের মাঝখানে আঘাত হানে। আমরা সতর্কতামূলক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়েছি। তবে সব কিছুই ঠিক আছে। ’
কে বলটি থ্রো করেছে এমন প্রশ্নের উত্তরে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার জানান, ‘কেউ একজন থ্রো’টি করেছে। এটা শুধুই একটি দূর্ঘটনা। অন্য কিছু নয়। ’
পাকিস্তান বিশ্বমঞ্চে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায়। তবে, নিজেদের পরের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছিল। তৃতীয় ম্যাচে মোহালিতে আজ (মঙ্গলবার, ২২ মার্চ) বাংলাদেশ সময় রাত আটটায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২২ মার্চ ২০১৬
এমআর