ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

ঢাকা: টি-টোয়েন্টিতে ২৩২ রান চেজ করে জয়ের রেকর্ডও আছে। গত বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩২ রান টপকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩০ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ইংলিশরা। নিউজিল্যান্ডের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করা পাকিস্তান ইংলিশ-প্রোটিয়াদের ম্যাচকে অনুপ্রেরণা হিসেবে নিতেই পারে। ভারতের মাটিতে যেখানে ২৩০ রান টপকে জয় ‍পাওয়া যায় সেখানে ১৮১ রানের লক্ষ্য কী আর এমন! তবে ব্যাপার হলো এত রান চেজ করে পাকিস্তান জেতেনি কখনো।

এর আগে পাকিস্তান সর্বোচ্চ ১৭৬ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেট ১০ বল ও ৮ উইকেটে হাতে রেখে টপকে যায় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।