ঢাকা: ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ না করেই দেশে ফিরলেন আরাফাত সানি। বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে ভারত গিয়েছিলেন বাঁহাতি স্পিনার সানি। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট তুলে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে।
ল্যাবে বোলিং পরীক্ষা দিয়েই নামেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর পরীক্ষার ফলাফলে সবকিছু ওলট-পালট। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাঞ্জার খড়গ নেমে আসে সানির ওপর। এখন হুমকির মুখে তার ক্রিকেট ক্যারিয়ার।
তাই ভারত থেকে এক রাশ হতাশা সঙ্গী করে দেশে ফিরতে হলো সানিকে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এমআর