ঢাকা: শুরুর বিপর্যয় সামলে আফগানিস্তানকে ১৪৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। আফগান বোলিং তোপে দলীয় ৫৭ রানে ছয় উইকেট হারানোর পর মঈন আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা।
বুধবার (২৩ মার্চ) দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
সুপার টেনে গ্রুপ ‘ওয়ান’ এ নিজেদের আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৩০ রানের লক্ষ্যটা অনায়াসেই টপকে যায় ইংল্যান্ড। তবে দিল্লির উইকেটে আফগান বোলিংয়ের সামনে রীতিমতো হিমশিম খায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ।
দলীয় ৫৭ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে এক প্রকার ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। তবে সপ্তম উইকেটে ক্রিস জর্ডানের সঙ্গে ২৮ ও অষ্টম উইকেটে ডেভিড উইলির (২০ অপ.) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে মাঝারি পুঁজি এনে দেন মঈন আলী। নির্ধারিত ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১৪২।
দুই ওপেনার জেসন রয় (৫) ও জেমস ভিঞ্চি ২২ রান করে আউট হন। আগের ম্যাচের জয়ের নায়ক জো রুট (১২) রান আউটের ফাঁদে পড়েন। মোহাম্মদ নবীর বলে ক্লিন বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন মরগান। বেন স্টোকস ৭ ও জস বাটলার ৬ ও পেসার ক্রিস জর্ডানের ব্যাট থেকে আসে ১৫ রান।
আফগানদের হয়ে দু’টি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবী। একটি করে উইকেট লাভ করেন আমির হামজা ও সামিউল্লাহ শেনওয়ারি।
পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে ইংল্যান্ড। সমান ম্যাচে এক ম্যাচেও জয় না পাওয়া আফগানিস্তান তলানিতে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতলেও রান-রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। টানা দুই ম্যাচ জিতে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম