ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেখানে অনুপ্রেরণা খুঁজছেন সানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
যেখানে অনুপ্রেরণা খুঁজছেন সানি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আরাফাত সানি ও তাসকিন আহমেদকে। অতীতেও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

তারা হলেন আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও আল-আমিন হোসেন।
 
এ তিনজনই ত্রুটি শুধরে আবার ফিরতে পেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিষেধাজ্ঞার কবল থেকে ফিরে আসায় শতভাগ সফল বাংলাদেশের বোলাররা। এখানেই ফিরে আসার অনুপ্রেরণা পাচ্ছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

ব্যাঙ্গালুরু থেকে ঢাকায় ফিরে সে দৃষ্টান্তই তুলে ধরলেন সদ্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার আরাফাত সানি, ‘আসলে এরকম নিষেধাজ্ঞা অনেক বোলারের উপরেই এসেছে। আমাদের রাজ্জাক ভাই, সোহাগ গাজী, আল-আমিনদের সাথে এমন হয়েছে। যেহেতু তারা সবাই ফিরতে পেরেছে, সে জন্য আমি অতটা চিন্তিত নই। আমিও হয়তো তাদের মতো করেই কামব্যাক করবো। ’

বোলিং অ্যাকশন শুধরে আল-আমিন হোসেন বেশ দাপট নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যাচ্ছেন।

তবে, স্পিনারদের ক্ষেত্রে স্বাভাবিক বোলিং করাটা একটু কঠিনই। অ্যাকশন শুধরে এসে রাজ্জাক-গাজীরা আন্তর্জাতিক ম্যাচে পুরনো ফর্ম ফিরে পাননি। সানি কি পারবেন এমন কঠিন চ্যালেঞ্জে জয়ী হতে? সেটি জানতে অন্তত এক-দুই মাস সময় তো অপেক্ষা করতেই হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।