চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে: মাঠভর্তি হাজার হাজার দর্শকের উচচেপড়া ভিড়। অনুকূলে নেই ভারতের কন্ডিশন! গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসছে দুয়োধ্বনি! ঢোল পিটিয়ে, গান বাজিয়ে স্বাগতিক ভারতকে সমর্থন জানিয়ে যাচ্ছেন সমর্থকেরা।
তারপরেও নির্ভীক ব্যাট চালিয়ে যাচ্ছেন টাইগাররা। পপিং ক্রিজ থেকে শট নিয়ে সীমানার বাইরে বল পাঠিয়ে একেবারে নিশ্চুপ করে দিচ্ছেন তামাম ভারতের ক্রিকেট ভক্তদের।
তামিম সাকিবদের প্রতিটি শট চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের হৃৎকম্পন বাড়িয়েছে। ব্যাট হাতে আত্মবিশ্বাসের বহ্নি ছটায় মাঠের দর্শক নয়, যেন ভারতের বুক চিড়ে দিচ্ছিলেন তামিম। কম যাননি সাকিবও। ভারতীয় বোলারদের এক একটি বল সীমানার বাইরে পাঠিয়ে বেশ কড়া কড়া জবাব দিয়ে গেছেন।
একথা ঠিক যে নিয়মিত বিরতিতে টাইগাররার উইকেট হারালে আবার সমস্বরে চিৎকার করে উঠছেন স্বাগতিক দর্শকেরা। তাতে কী? আবার উইকেটে থিতু হয়ে হাঁটু গেড়ে বলকে মাটি কামড়ে ও মাটির উপর দিয়ে ভাসিয়ে মেরে আবার রানে ফিরছেন টাইগার ব্যাটসম্যানেরা।
সাকিব আউট হলে দলের হাল ধরেন সৌম্য-রিয়াদ। তাদের ব্যাটে ভর করেই ১৪৭ রানের লক্ষ্যে নোঙ্গর করতে আপ্রাণ চেস্টা চালায় লাল-সবুজের জার্সিধারীরা। ১৮তম ওভারের ৫ম বলে সৌম্য ফিরে গেলে ক্রিজে আসেন মুশফিক।
খেলায় হারজিত থাকেই। এটা খেলারই একটি অংশ। তারপরেও নির্ভীক চিত্তে বিশ্বমঞ্চে শক্তিশালী ভারতের মাটিতে এসে ভারতকে টাইগাররা যেভাবে মোকাবেলা করেছেন তা মনে রাখবে বিশ্ববাসী।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচএল/এমজেএফ/