ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এতো কষ্ট আগে কখনো পাই নাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
‘এতো কষ্ট আগে কখনো পাই নাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‌ঢাকা: ‘খেলার শেষ ওভা‌রে গিয়া তো বুক ধুকধুক করতা‌ছিল। অাবার ম‌নে হইতা‌ছিল বা‌ঘেরা জিইতা যাই‌ব।

যখন শেষ ব‌লে ‌কোনো রান না কইরা আউট হইয়া গেল তখন খুব কষ্ট পাইলাম। জা‌নেন ভাই, এতো কষ্ট অা‌গে কখনো পাই নাই।
 
বুধবার (২৩ মার্চ) রাতে বাংলা‌দেশ-ভার‌তের শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে রাজধানীর ফ‌কিরাপুল এলাকার রুবেল নামে এক ক্রি‌কেটপ্রেমী এভা‌বেই তার ক‌ষ্টের কথা বল‌ছি‌লেন।

সন্ধ্যা থে‌কে ‌টি‌ভি ছে‌ড়ে ছোট দোকা‌নে অান‌ন্দে চা সিগারেট বিক্রি করছিলেন একই এলাকার নজরুল মিয়া। দর্শকরাও চা পান করছিলেন আর খেলা দেখ‌ছি‌লেন।

কিন্তু পরাজয়ের কষ্টে তিনি বলেন, ‘মাথাটা হ্যাং হইয়া গেছে। শরীলটাই অার চলতা‌ছে না। ম‌নে হইতা‌ছে ক্যান‌ খেলাটা দেখলাম?’

এ সু‌যোগ অার কোন‌দিন অাস‌বে না মন্তব্য ক‌রে র‌ফিক ব‌লেন, ‘জিততা ম্যাচটা ওরা জিত‌লো না। অবশ্যই গি‌রি‌ঙ্গি হই‌ছে। ’

‌‘তোরা দুইজন অভিজ্ঞ খেলোয়ার হইয়া কি কইরা এমন কাজ কর‌তে পা‌রলি’ বলে হতবাক হ‌য়ে প্রশ্ন ছু‌ড়ে দিয়ে দিলেন দোকানে খেলা দেখা র‌বিন। বললেন, ‘দুই রা‌নের ব‌লে কি কইরা এক রান নিল ওরা?’

কেন দুই রান নেওয়া সম্ভব না মন্তব্য ক‌রে রা‌ফি নামে এক যুবক ব‌লেন, মুস্তা‌ফিজ এগি‌য়ে অাস‌লেই তো রান দুইটা হয়ে যায়।

‌পরাজয়ে ক্ষুব্ধ এক যুবক ব‌লেই ফেল‌লেন, ‘ভাই যাই কন, ঘুষ খাই‌ছে। ’

বাংলা‌দেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এমআই‌কে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।