ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের কোনো ম্যাচে টাইগার একাদশে সুযোগ না পেয়ে আলোচনার প্রসঙ্গ হয়ে উঠেছেন নাসির হোসেন। ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, নাসিরকে কেন বসিয়ে রাখা হলো।
উত্তরে মাশরাফি বললেন, নাসিরের ব্যাপারটা.. এসব ক্ষেত্রে সিদ্ধান্তটা এককভাবে হয় না। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হয়। শুভাগত গিয়েছে, আমরা শুভাগতকে খেলিয়েছি। এটা কম্বিনেশনের কারণেই হয়েছে। নাসির খেলতে পারতো, প্রকৃতপক্ষে সিদ্ধান্তটা যেভাবে হয়েছে, সে দিকেই আমাদের যেতে হয়েছে।
মাশরাফি যে নাসিরকেই চেয়েছিলেন তার কিছুটা আঁচ পাওয়া গেল পরের প্রশ্নের উত্তরে। আপনার নিজের কী মনে হয়েছে- নাসির খেললে ভালো হতো? উত্তরে মাশরাফি জানান, ‘ব্যক্তিগতভাবে আমি বলবো নাসির অবশ্যই ভালো প্লেয়ার। ২০১৫ বিশ্বকাপ থেকে আমি অনেক ব্যাকআপ করেছি। অবশ্যই আমি চাই নাসির বাংলাদেশ টিমে থাকুক...অনেক ইউসফুল প্লেয়ার নাসির। আমি চাই নাসির ওর খেলায় আরও উন্নতি করবে। নাসির বাংলাদেশ টিমে অনেক দিন খেলবে, আমি সেটাই চাই। ’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে নাসির কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পান, সেটিও বাছাইপর্বে। হিমাচলের ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচে শেষ দিকে নেমে ব্যাট হাতে ৩ রান আর বল হাতে নিয়েছিলেন একটি উইকেট।
‘নাসির’ নামের সঙ্গে ওই ম্যাচের পারফরম্যান্স অবশ্য মানানসই ছিলো না। তাই বলে ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা অভিজ্ঞ নাসিরকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হবে-এমনটা ভাবতেও পারেননি ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৬
এসকে/এমআর