ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেনে ট্রফি নিয়ে ক্যারিবীয় মেয়েদের উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ইডেনে ট্রফি নিয়ে ক্যারিবীয় মেয়েদের উল্লাস ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন্স থেকে: অজিদের বিপক্ষে এর আগে আটবার মাঠে নেমেছিল ক্যারিবীয় নারী ক্রিকেট দল। প্রতিবারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

কিন্তু রোববার (০৩ এপ্রিল) ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেয়নি ক্যারিবীয়রা। বরং নতুন ইতিহাস তৈরি করলো।

 

অজিদের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর তাই উল্লাসটা একটু বেশিই ছিল ক্যারিবীয় নারী ক্রিকেটারদের। তাদের ওই বিজয় উল্লাসের সাক্ষী হয়ে থাকলো ইডেন গার্ডেন্স। বড় ব্যবধানে জয়ের পর শিরোপা হাতে গানের তালে নেচে উল্লাসে মেতে ওঠেন ক্যারিবীয় অধিনায়ক স্টেফিনা টেইলর ও তার দল।
 
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে অজিরা। ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৪৮ রানের দাঁড় করে তারা। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় হেইলি ম্যাথিউসের ৪৫ বলে ৬৬ ও অধিনায়ক স্টেফিনা টেইলরের ৫৭ বলে ৫৯ রানের ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয় মেয়েরা।

ম্যাচ শেষে বিশ্বকাপ বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন আইসিসি’র সিইও ডেভিড রিচার্ডসন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও আইসিসি’র চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।