ঢাকা: বিশ্ব পর্যায়ের ক্রিকেটে পেশাদারিত্বের অভাব রয়েছে পাকিস্তান দলে। এমনটিই জানিয়েছেন আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস।
পাকিস্তান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, ক্রিকেটকে উন্নত করতে হলে দেশটির ঘরোয়া লিগ গুলোকে অন্যান্য দেশগুলোর মতো শক্তিশালী করতে হবে।
এক সাক্ষাতকারে আব্বাস বলেন, ‘আমি মনে করি সাধারণভাবে পাকিস্তানের ক্রিকেট ভালো পর্যায়ে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দলটিকে আরও উন্নতি করতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা লজ্জাজনক খেলা উপহার দিয়েছি। এটা আমাদের খেলার স্টাইল নয়। ’
তিনি আরও বলেন, ‘দলের খারাপ খেলার পেছনে বড় কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেটে আমাদের অপেশাদারিত্ব মনোভাব। আমাদের অন্য দেশগুলোকে দেখে আরও শিখতে হবে। ’
জহির আব্বাস ছিলেন পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে তার ১৯টি সেঞ্চুরি রয়েছে। ১৯৬৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এ তারকার দুই ফরম্যাটেই ব্যাটিং গড় ৪০ এর ওপরে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৬
এমএমএস