ঢাকা: প্রিমিয়ার ফুটসাল ফুটবল লিগের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম ঘোষণা করেছে লিগ কমিটি। গত সপ্তাহে কমিটির প্রেসিডেন্ট হিসেবে পর্তুগাল ফুটবলের কিংবদন্তি লুইস ফিগোর নাম ঘোষণা করা হয়।
ফুটসালের অ্যাম্বাসেডর হওয়ার পর ভারতের টেস্ট অধিনায়ক কোহলি জানান, আমরা ফাইভ-এ সাইড ফুটবল খেলে বড় হয়েছি। ফুটসালও এমন ধরনের খেলা। যেখানে জাকজমকপূর্ণ একেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর উত্তেজনাও থাকে চরম আকারে। দ্রুতগতির এই ধরনের ফুটবলের দিকে বিশ্ব তাকিয়ে থাকে।
তিনি আরও বলেন, ফুটসাল খেলোয়াড়রা সব ক্ষেত্রে বিচারবুদ্ধি আর দক্ষতা দিয়ে ম্যাচ খেলে থাকে। পায়ে ফুটবল নিয়ে তাদের কারুকার্য আর প্রদর্শন দেখতে দর্শকরা মুখিয়ে থাকে। ভারতের মাটিতে এ ধরনের ইতিবাচক খেলা দেশের ফুটবলকে এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস। তাদের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমি দারুণ খুশি।
আগামী ১৫ জুলাই থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে জমজমাট ফুটসালের আসর। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মিনিট করে। ২৪ জুলাই এবারের আসরের পর্দা নামবে।
এবারের টুর্নামেন্টে প্রায় ২১টি দেশের ফুটসাল খেলোয়াড়রা অংশ নেবেন। ফাইভ-এ-সাইড এই ম্যাচের জন্য ৫০ জন আন্তর্জাতিক ফুটসাল খেলোয়াড় নাম জমা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর