ঢাকা: সিএসকে’র (চেন্নাই সুপার কিংস) জার্সি ছাড়া খেলাটা আমাকে আবেগপ্রবণ করে তোলে। কথাটা মহেন্দ্র সিং ধোনির।
ধোনির নেতৃত্বে এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই (৯ এপ্রিল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় পুনে। এ ম্যাচটির মধ্য দিয়ে আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো চেন্নাইয়ের জার্সিবিহীন ধোনিকে মাঠে দেখা যায়।
এর আগের আটটি আসরে চেন্নাইকে সামনে থেকে নেতৃত্ব দেন ধোনি। ছয়বারই ফাইনাল খেলে সিএসকে। দু’বার (২০১০ ও ২০১১) শিরোপা জয়ের উদযাপনে মাতে হলুদ জার্সিধারীরা।
চেন্নাইকে যে ধোনি ভীষণভাবে মিস করছেন তা তার কথাতেই স্পষ্ট, ‘এটা ছিল খুবই আবেগপ্রবণ মুহূর্ত...যখন থেকে আমি টি-২০ ক্রিকেট খেলছি ভারতীয় ক্রিকেট টিম, ঝাড়খন্ড টিমকে কয়েকটি টুর্নামেন্টে এবং সিএসকে কে আট বছর ধরে নেতৃত্ব দিয়েছি। তাই, নিজেকে হলুদ জার্সিতে দেখতে না পারাটা একটা আবেগময় মুহূর্ত ছিল। ’
তবে পুনের হয়ে নিজের সেরাটাই দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ধোনি, ‘একটি পেশাদার টিম হিসেবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এখানে কাউকে প্রমাণ করে কিছু দেখানোর নেই। কিন্তু আমার একটি বিষয় প্রমাণ করা প্রয়োজন। সিএসকের হয়ে যেমনটা খেলেছিলাম, পুনের হয়ে তার এক বিন্দুও যে ছাড় দেব না সেটিই নিশ্চিত করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআরএম