ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । তবে ক’দিন বাদেই আবার পরিবার সহ বেড়াতে গেলেন ভারতে।
বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ১ রানের কষ্টের হার বরণ করতে হয় টাইগারদের। ফলে ভারতের মাটিতে ভারতকেই হারানো আক্ষেপটা থেকে যায় মাশরাফি বাহীনির। কাশ্মীরে বেড়ানোর ফাঁকে নড়াইল এক্সপ্রেস বেশ কিছু সময় পার করেন সেখানের তরুণ ক্রিকেটারদের সঙ্গে। যারা মাশরাফিকে বেশ সমীহ করেন।
শেষ তিন বলে ১ রান করতে না পারা দল সম্পর্কে মাশরাফি বলেন, ‘আমরা এই হারে হতাশ হয়ে পড়েছিলাম। সে রাতে আমাদের কেউ খাবার খায়নি। হার খেলারই একটা অংশ। তবে আমরা সেই ম্যাচটি হারতে চাইনি। ’
কাশ্মীরের সিংগার-সোনামগড় রোড দিয়ে যাওয়ার সময় মাশরাফি দেখেন কিছু বালক মাঠে ক্রিকেট খেলছেন। এমন সময় তিনি তার গাড়ি থামিয়ে সেখানকার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় মাশরাফি নিজের কিছু বোলিং টিপসও খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করেন। এমনকি মাঠে বলও করেন এ তারকা বোলার।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস