ঢাকা: আফগানিস্তানের ১৭ বছরের তরুণ রাশিদ খানের ওপর নজর পড়েছে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের। অবশ্য সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এ লেগ স্পিনারের দুর্দান্ত বোলিংই কার্যকর ভূমিকা রেখেছে এর পেছনে।
আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন রাশিদ। ৬.৮৩ গড়ে যেখানে পেয়েছেন ১৯টি উইকেট। তবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেটে পেয়েছিলেন এ ডানহাতি।
আবার আসরে সুপার টেন স্টেজে রাশিদের পাওয়া পাঁচটি উইকেটের প্রতিপক্ষ দল ছিলো, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
এদিকে অ্যাডিলেডের সঙ্গে ইতোমধ্যে দুই বিদেশি ক্রিকেটার কাইরন পোলার্ড ও আদিল রশিদের চুক্তি রয়েছে। তবে আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের সফর রয়েছে ভারতের মাটিতে। তাই থাকতে পারছেন না আদিল। তাই রাশিদ খানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ জানিয়েছে অস্ট্রেলিয়ান ঘরোয়া আসরের এই দলটি।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৬
এমএমএস