ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। সব ফরম্যাটের ক্রিকেটেই তাকা ছাড়া টাইগার দল চিন্তা করা যেত না।
জাতীয় দলে না থাকলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন রাজ্জাক। আর প্রতিবার পারর্ফমও করছেন নজরকাড়া। কিন্তু কোন এক কারণে জাতীয় দলের ডাক পাচ্ছে না এ অভিজ্ঞ তারকা।
ধারণা করা হয় জাতীয় দলের বর্তমান কোচ চন্ডিকা হাতুরুসিংহে রাজ্জাকে পারর্ফমে সন্তুষ্ট না। যার কারণে বর্তমানে দলে ফিরতে পারছেন না তিনি। তবে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ খেলে রাজ্জাককে অবসর নেওয়ার কথা বলা হয়েছিলো। তিনি রাজি হননি।
বাঁহাতি স্পিনার রাজ্জাক বলেন, ‘বোর্ড আমার সঙ্গে সরাসরি কখনই আলোচনা করেনি। আমি তৃতীয় পক্ষের থেকে এমন প্রস্তাব পাই। সে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিলো। তবে আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। ’
টাইগারদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক (২০৭) রাজ্জাক আরও বলেন, ‘আমি নিজেকে বর্তমানে একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে দেখতে চাই না। আমি বিশ্বাস করি ঘরোয়া লিগে আমি এখনও ভালো পারর্ফমরমার। আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে এখনই অবসর নেই তবে তার প্রভাব পড়বে ঘরোয়া লিগেও। অবসর ছয় মাস বা ছয় বছরেও হতে পারে। তবে আমার পছন্দটা অবশ্যই ছয় মাসে হবে না। ’
তারকা এ ক্রিকেটারকে বোর্ডের বিদায় ম্যাচ দেওয়ার পরিকল্পনার ব্যাপারে জেনেছেন রাজ্জাক। যেখানে বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে অফিসিয়ালি অবসর নেবেন তিনি। তবে তার বিশ্বাস তিনি দলকে এখনও অনেক কিছু দিতে পারবেন।
এ পর্যায়ে ভারতের পেসার আশিস নেহরার প্রতি অনুপ্রেরণা পাওয়া রাজ্জাক বলেন, ‘দেখুন আশিস নেহরাকে। ৩৬ বছর বয়সে সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। সে পারলে আমি কেন পারবো না। আমি তার থেকে এখনও অনেক ছোট। ’
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৬
এমএমএস