ঢাকা: কাগজে-কলমে এমনকি বাজেটেও প্রিমিয়ার লিগে সবচেয়ে ছোট দল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। অর্থাভাবে তারা দলে ভেরাতে পারেনি বড় কোনো ক্রিকেটারকে।
সিনিয়র ক্রিকেটার বলতে আছেন কেবল রাজিন সালেহ। যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা আশাতে ছিলেন বড় কোনো ক্লাবে গিয়ে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন। কিন্তু সেটি আর হচ্ছে কই! প্রথমবার প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতাটা তাই অন্যদের চেয়ে আলাদাই হবে ওপেনার সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, পিনাক ঘোষ, সালেহ আহমেদ শাওন, সাইদ সরকারদের।
যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও পাননি বড় টিম। কলাবাগান ক্রিকেট একাডেমিতে ঠাঁই হয়েছে তার। ব্যতিক্রম কেবল নাজমুল হাসান শান্ত’র বেলায়। এবারের প্রিমিয়ার লিগের ফেবারিট টিম আবাহনীতে গেছেন শান্ত।
বড় টিমে খেলার স্বপ্নপূরণ না হলেও প্রথমবার প্রিমিয়ার লিগ খেলার রোমাঞ্চটা অলরাউন্ডার সাইফুদ্দিনের কাছে অন্যরকম। ছোট টিমকে বড় কিছুই দিতে চান এ অলরাউন্ডার।
মিরপুর একাডেমি মাঠে ব্যাট-বলের অনুশীলন শেষে সাউফুদ্দিন বলেন, আমাদের বেশিরভাগ প্লেয়ারেরেই প্রিমিয়ার লিগে প্রথমবার। বাংলাদেশের সবচেয়ে বড় লিগ এটা। চেষ্টা থাকবে ভালো কিছু করার। আমরা পাঁচজন (অনূধ্ব-১৯ দলের) একসাথে চার বছর ধরে খেলে আসতেছি। আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। ছোট টিম থেকে আমোদের শুরু হলেও চেষ্টা থাকবে ভালো কিছু করার, বড় কিছু করার। ছোট টিম হলেও সবাই ক্যাপাবল। ’
নিজের লক্ষ্য নিয়ে সাইফুদ্দিন বলেন, যেহুতু অলরাউন্ডার হিসেবে আমাকে সবাই চেনে চেষ্টা করবো অলরাউন্ড পারফরম্যান্স শো করার জন্য। এখানে ভালো করলে এইচপি টিমে ঢোকার সুযোগ থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসকে/এমআরএম