ঢাকা: আগামী শুক্রবার (২২ এপ্রিল) থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৫-১৬ মৌসুমের খেলা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের প্রথম তিন রাউন্ডের সূচি তৈরি করেছে লিগের আয়োজন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সূচি অনুযায়ী লিগের উদ্বোধনী দিন (২২ এপ্রিল) তিন ম্যাচে মুখোমুখি হবে ৬টি ক্লাব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিম ইকবালের আবাহনীর মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বৃষ্টির মৌসুমে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। তবে বৃষ্টির হানায় ম্যাচ যাতে পণ্ড না হয় এজন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হলে নির্ধারিত সময় থেকে ম্যাচের সময়কাল ৩০ মিনিট বাড়ানো হবে। আর বৃষ্টির কারণে খেলা না হলে তা পরের দিন অনুষ্ঠিত হবে। শুরুর পর যদি ওইদিন মাঠে ম্যাচ না গড়ায় তাহলে পরদিন একই ভেন্যুতে আগের দিন ম্যাচ যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হবে।
লিগে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৬
এসকে/এমআর