ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সাকিবদের টানা দ্বিতীয় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সানরাইজার্স হায়দ্রাবাদের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও দাপুটে জয় পেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের দেয়া ১৩৯ রানের লক্ষ্যটা ১৭ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় কেকেআর।

চার ম্যাচ শেষে তিন জয়ে গুজরাট লায়ন্সকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কলকাতা। সমান ছয় পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে শাহরুখ খানের কেকেআর। তিন ম্যাচের সবকটিতে জেতা গুজরাট লায়ন্স দুইয়ে নেমে গেছে।

ওপেনিং জুটিতে সানরাইজার্স ম্যাচের (১৬ এপ্রিল) পুনরাবৃত্তি ঘটান রবিন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীর। ৮.৩ ওভারে ৮২ রান তুলে জয়ের ভিত গড়ে দেন এ দুই ওপেনার। সানরাইজার্সের বিপক্ষে দু’জন মিলে স্কোরবোর্ডে ৯২ রান তুলেছিলেন।  

ব্যাট হাতে ২৮ বলে ৯টি চারের মারে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন উথাপ্পা। আগের ম্যাচে ৬০ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলা গম্ভীর একশ স্ট্রাইক রেটে ৩৪ রান করে আউট হন। মানিশ পান্ডে ১২ ও সাকিব ১১ রান করে সাজঘরে ফেরেন।

সুরিয়াকুমার যাদব ৯ বলে ১১ ও ইউসুফ পাঠান ৬ বলে ১২ রানে অপরাজিত থেকে দলের দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

পাঞ্জাবের হয়ে দু’টি করে উইকেট নেন লেগস্পিনার পার্দিপ সাহু ও বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল।

এর আগে মঙ্গলবারের (১৯ এপ্রিল) ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান কেকেআর দলপতি গম্ভীর। মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে সাকিব-নারাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আট উইকেট হারিয়ে ১৩৮ রানের মাঝারি পুঁজি দাঁড় করায় পাঞ্জাব।

দলের হয়ে একাই লড়ে যান শন মার্শ। ৪১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ওয়ানডাউনে নামা এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ওপেনার মুরালি বিজয়ের ব্যাট থেকে আসে ২৬। এছাড়া আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।

মরনে মরকেল ও সুনীল নারাইন দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন উমেশ যাদব, পিয়ুস চাওলা ও ইউসুফ পাঠান। চার ওভারে ২৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন সাকিব।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্যাট হাতে ঝড় তোলা উথাপ্পা।

আগামী রোববার (২৪ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।