ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৮-১৯ সালে প্রথমবারের মতো ক্যানবেরায় টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
২০১৮-১৯ সালে প্রথমবারের মতো ক্যানবেরায় টেস্ট ছবি:সংগৃহীত

ঢাকা: ২০১৮-১৯ সালে ক্যানবেরার মানুকা ওভালে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এটি হবে অস্ট্রেলিয়ার ১০ম টেস্ট ভেন্যু।

ধারণা করা হচ্ছে এ ম্যাচটিতে অংশ নেবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

২০০৩ সালের পর প্রথম কোন টেস্টে ভেন্যু উদ্বোধন করতে যাচ্ছে অজিরা। এর আগে ডারউইন ও ক্রেইনসে বাংলাদেশের বিপক্ষে নতুন দুটি ভেন্যুতে টেস্ট খেলেছিলো অস্ট্রেলিয়া।

১৯৯২ বিশ্বকাপে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো ক্যানবেরায়। তবে আন্তর্জাতিক গ্রাউন্ড হিসেবে ২০০৮ সাল পর্যন্ত এখানে ম্যাচ হয়েছিলো। এ সময় এ স্টেডিয়ামে সাতটি ম্যাচ খেলা হয়। আর অষ্টম ম্যাচটি আগামী গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি এ মাঠটির গুরুত্ব বেড়েছে। কারণ এখানে ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ফাইনাল ও ২০১৫ সালে বিগ ব্যাশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।