ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তিতে এমিরেটস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আইসিসি’র সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তিতে এমিরেটস ছবি:সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির স্পন্সর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক এয়ারলাইন ‘এমিরেটস এয়ারলাইন’। এই চুক্তিটি মূলত নতুন করে নবায়ন করা হচ্ছে।

২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বছর আইসিসি’র গ্লোবাল পার্টনার হিসেবে কাজ করবে আমিরাত ভিত্তিক কোম্পানিটি।

আইসিসির সঙ্গে ২০০২ সাল থেকে কাজ করে আসছে এমিরেটস। তবে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত অফিসিয়াল পার্টনার হিসেবে প্রত্যেকটি ইভেন্টে স্পন্সর হিসেবে কাজ করে তারা। সেই সঙ্গে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারিরও অফিসিয়াল স্পন্সর হিসেবে কাজ করতে দেখা যায় এমিরেটসকে।

নতুন চুক্তিতে আম্পায়ার ও ম্যাচ রেফারির স্পন্সরশিপও রাখা হয়েছে। যেখানে ম্যাচ অফিসিয়ালদের পরিধেয় ড্রেসে ‘ফ্লাই এমিরেটস’ এর লোগো দেওয়া থাকবে।

এই চুক্তির ফলে ২০২৩ সাল পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস ট্রফি ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে এমিরেটসকে পাওয়া যাবে। এছাড়া নারীদের বয়সভিত্তিক খেলা, বাছাইপর্ব ও ডেভলপমেন্ট টুর্নামেন্টেও স্পন্সর হিসেবে থাকবে এমিরেটস।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।