ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক রান পেলে দলের আত্মবিশ্বাস বাড়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
অধিনায়ক রান পেলে দলের আত্মবিশ্বাস বাড়ে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বড় জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে এতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। রোববার (২৪ এপ্রিল) মিরপুরে তারা ৭৮ রানে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

৪১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন মিলন।

 

টপঅর্ডারের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৭২ ও উপল থারাঙ্গা ৭০ রানের ইনিংস খেললেও দলের সংগ্রহকে তিনশ’র কাছাকাছি নিয়ে যেতে দারুণ ভূমিকা রাখেন সাত নম্বরে ব্যাট করতে নামা মিলন। ৫টি চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা। দলের প্রয়োজনে এমন ইনিংস খেলতে পেরে দারুণ খুশি এ ডানহাতি ব্যাটসম্যান, ‘লিগের শুরুতে ভালো একটা ইনিংস খেলতে পেরে আমি আনন্দিত। এই ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চেষ্টা করবো। ’
 
মোহামেডানের হয়ে অধিনায়কত্ব করছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ‍মুশফিকুর রহিম। দলের অধিনায়ক প্রথম ম্যাচে রান পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেন তারই সতীর্থ নাজমুল হোসেন মিলন, ‘মুশফিক নিঃসন্দেহে বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান। প্রথম ম্যাচেই সে রান পেয়েছে। দলের জন্য এটা পজিটিভ বিষয়। অধিনায়ক রান পেলে দলের আত্মবিশ্বাস বাড়ে। অন্যরা ভালো খেলতে উৎসাহী হয়। ’

গ্রীষ্মের তাপদাহের মধ্যে শুরু হয়েছে এবারের প্রিমিয়ার লিগ। এমন গরমে পেসারদের উইকেট থেকে সহযোগিতা পাওয়ার তেমন সুযোগ নেই। ব্যাটসম্যানদের বাধা কেবল স্পিনাররা। তাহলে এবারের লিগ কি ব্যাটসম্যানদের দাপটে শেষ হবে যাবে? মিলনও এমনটাই জানালেন, এতো গরমে বোলাররা বাড়তি সুবিধা পাবে না। এবারের লিগটা ব্যাটসম্যানদের হলেও হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।