ঢাকা: চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে তুষার ইমরানের ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স।
আগে ব্যাট করে কলাবাগান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে ৪ উইকেট হারানো ব্রাদার্স।
কলাবাগানের হয়ে দুই ওপেনার ইরফান শুক্কুর ৪২, মাইশুকুর রহমান ১৯ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩০ রান করে তাপস ঘোষ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান আসে দলপতি মাহমুদুল হাসানের ব্যাট থেকে। মেহেদি হাসান মিরাজ রান আউট হওয়ার আগে করেন ২১ রান। আর নুরুজ্জামান করেন ১৭ রান।
ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অভিষিক্ত হওয়া সঞ্জিত সাহা। তুষার ইমরান বল হাতে ৫ ওভারে খরচ করেন মাত্র ১৬ রান।
২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার নাফিস ২৬ রান করেন। আরেক ওপেনার নাফিস ইকবালের ব্যাট থেকে আসে ১৩ রান। তিন নম্বরে নামা জাকির হাসান খেলেন ১৬ রানের ইনিংস।
চার নম্বরে ব্যাট হাতে নামেন দলপতি তুষার ইমরান। দলকে জয় পাইয়ে দিয়ে অপরাজিত থাকেন ৬৭ রানে। তাকে যোগ্য সঙ্গ দেন জিম্বাবুইয়ান শেন উইলিয়ামস। তার ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ ৭০ রান আসে।
৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রাদার্স।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর