ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের স্লোয়ার বোঝা কষ্টকর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
মুস্তাফিজের স্লোয়ার বোঝা কষ্টকর ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে শুরু হয়ে মুস্তাফিজ সংক্রান্ত আলোচনা এখনো ভেসে বেড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের আকাশে-বাতাসে। তার দুর্দান্ত বোলিংয়ে ভক্তদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটাররাও প্রশংসায় মুখরিত হচ্ছেন।

এবারে সেই কাতারে দেখা গেল ভারতের সাবেক স্পিনার মানিন্দার সিংকে।

 

আইপিএলের নবম আসরে খেলছেন মুস্তাফিজ। হায়দ্রাবাদের হয়ে খেলা এই টাইগার পেসার প্রতিপক্ষের জন্য প্রতি ম্যাচেই আতঙ্কের নাম হয়ে উঠেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রবল আগ্রহ থেকেই মুস্তাফিজকে নিয়ে কথা বলেন ভারতের হয়ে ৩৫ টেস্ট আর ৫৯ ওয়ানডে খেলা মানিন্দার।

 

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বর্তমান ক্রিকেটের পেস বোলারদের নিয়ে কথা বলেন।

মুস্তাফিজকে নিয়ে মানিন্দার সিং জানান, ব্যাটসম্যানরা এখন অনেক বেশি স্কিলফুল। তারা আরও বেশি পাওয়ার হিট নিতে প্রস্তুত থাকে। তবে, আইপিএলের এবারের আসরে পেস বোলাররা তাদের সেরাটা দেখাচ্ছে। মুস্তাফিজের দিকে তাকান, দেখবেন তার পেস বৈচিত্র্য। তার স্লোয়ার গুলো সত্যিই দেখার মতো। বাংলাদেশি এই পেসারের স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য বোঝা কষ্টকরই বটে।

তিনি আরও জানান, আইপিএলের প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে। যেখানে এখন পর্যন্ত সফল পেসাররা। স্পিনারদের থেকেও তারা বেশি উইকেট তুলে নিচ্ছে। তাদের বোলিং ভ্যারিয়েশনে উন্নতি হয়েছে। এর মধ্যে পেসারদের স্লোয়ারটাই বেশি কার্যকর বলে মনে হয় আমার।

এবারের আইপিএলে এখন পর্যন্ত (২৯ এপ্রিলের আগে ২৪টি ম্যাচ পর্যন্ত) সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষ দশ বোলারদের তালিকায় মাত্র দুই স্পিনার রয়েছেন। অমিত মিশ্র আর মুরুগান অশ্বিন ছাড়া বাকি সবাই পেসার।

এ তালিকায় ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে মিচেল ম্যাকক্লেনাঘেন, ৬টি ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করে দুইয়ে মুস্তাফিজের ক্লাব সতীর্থ ভুবনেশ্বর কুমার। ৮ ম্যাচে ৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জাসপ্রিত বুমরাহ। আর ৬ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে শীর্ষ চারে রয়েছেন মুস্তাফিজ। যেখানে বোলিং গড় আর ইকোনমি রেটে বাকিদের থেকে অনেক ভালো অবস্থানে কাটার মাস্টার।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।