ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানের ক্লাব সতীর্থ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার গতিদানব ডেল স্টেইন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্ট ‘ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)’ শুরু হচ্ছে ৩০ জুলাই।
জ্যামাইকা এবারে দলে ভিড়িয়েছে প্রোটিয়া পেসার স্টেইনকে। ইনজুরির কারণে জ্যামাইকার হয়ে খেলতে পারবেন না শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে স্টেইনকে দলে ভেড়ায় সাকিব-গেইল-সাঙ্গাকারা-আন্দ্রে রাসেলদের ক্লাবটি।
জ্যামাইকার সঙ্গে চুক্তি করা স্টেইন জানান, প্রথমবারের মতো সিপিএলের জমজমাট আসরে নিজেকে যুক্ত করতে পেরে বেশ আনন্দিত। জ্যামাইকাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে খেলার সুযোগ দেওয়ার জন্য। সিপিএল ঘরোয়া টি-টোয়েন্টির বড় একটি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানে অনেক বিশ্ব তারকা খেলেছেন। দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে এই আসরে। আমার বন্ধু হাশিম আমলা, এবিডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, মরনে মরকেলরা রয়েছে এই আসরে। তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।
স্টেইন আরও যোগ করেন, ছয়টি দলের একটি দারুণ লড়াই হবে সেখানে। জ্যামাইকার সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে সাকিবকে দলে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন স্টেইন। দুই বিশ্ব তারকাকে এক করেছে জ্যামাইকা।
৩০ জুলাই প্রথম ম্যাচে সাকিবদের জ্যামাইকা মুখোমুখি হবে সেন্ট লুসিয়ার। পরের দিন একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা।
১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টানে জ্যামাইকা। যা বাংলাদেশি মূল্যে প্রায় ৮৬ লাখ টাকা। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মতো বিশ্ব তারকাদের। জ্যামাইকা গেইলকে ১ লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারাকে ১ লাখ ৩০ হাজার ডলার, রাসেলকে ৯০ হাজার ডলারে দলে টেনেছে।
সিপিএলের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে আরও ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু তারা কোনো দল পাননি।
২০১৩ সালে প্রথমবার সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। পরের আসরে খেলার কথা থাকলেও বোর্ডের এনওসি সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর