ঢাকা: ডিপিএলের তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেয়েছে তামিম ইকবালের আবাহনী লিমিটেড। তুষার ইমরানের ব্রাদার্স উইনিয়নকে দুই উইকেটে হারায় আবাহনী।
শনিবার (৩০ এপ্রিল) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ব্রাদার্স নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে, এক বল হাতে রেখে ৮ উইকেট হারানো আবাহনী জয় তুলে নেয়।
ব্রাদার্সের হয়ে শাহরিয়ার নাফিস ৩৫, তুষার ইমরান ২০, শেন উইলিয়ামস ১৭, নুর আলম ৩৯ রান করেন। ওপেনার ইমরুল কায়েস খেলেন সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস। আর সাদিকুর রহমান ৩৮ রান করে অপরাজিত থাকেন।
আবাহনীর হয়ে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ৪টি উইকেট দখল করেন। দুটি উইকেট পান পেসার তাসকিন আহমেদ।
২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ব্যক্তিগত ৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার অভিষেক মিত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন। লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ১৫ রান। ভারতীয় অলরাউন্ডার উদয় কাউল ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন।
এছাড়া, নাজমুল হোসেন শান্ত ২৩, মোসাদ্দেক হোসেন ৪৭, আবুল হাসান ২৩ রান করে বিদায় নেন। সাকলাইন সজীব ২০ আর জুবায়ের ১৯ রান করে অপরাজিত থাকেন।
৪৯.৫ ওভার ব্যাট করে আবাহনী জয়ের বন্দরে পৌঁছে।
ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট দখল করেন নুর আলম ও তুষার ইমরান। একটি করে উইকেট নেন সঞ্জিত সাহা, শেন উইলিয়ামস ও সাদিকুর রহমান।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কলাবাগানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল তামিম বাহিনী। অপরদিকে, ব্রাদার্স প্রথম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে ৭৮ রানে হারের পর দ্বিতীয় রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায়।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘন্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমআর