ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবহীন কলকাতার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
সাকিবহীন কলকাতার হার ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ২৬তম ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবহীন এ ম্যাচে কলকাতাকে ২৭ রানে হারিয়েছে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস।

ব্যাট আর বল হাতে কলকাতাকে নাড়িয়ে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের নায়ক কার্লোস ব্রাথওয়েইট।

 

দিল্লির ফিরোজ শাহ কোটলায় শনিবার (৩০ এপ্রিল) আগে ব্যাট করে স্বাগতিকরা ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে, ১৮.৩ ওভার ব্যাট করে ১৫৯ রানেই গুটিয়ে যায় গৌতম গম্ভীরের কলকাতা।

দিল্লির দুই ওপেনার কুইন্টন ডি কক (১) আর শ্রেয়ার্স ইয়ার (০) দ্রুতই সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন করেন ১৫ রান। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন করুন নায়ার। ৫০ বলে ৯টি চার আর একটি ছক্কায় তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। স্যাম বিলিংস ৩৪ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন ৫৪ রান।

ক্রিস মরিস রানের খাতা খোলার আগে ফিরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের নায়ক কার্লোস ব্রাথওয়েইট মাত্র ১১ বলে তিনটি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।

কলকাতার হয়ে তিনটি করে উইকেট দখল করেন আন্দ্রে রাসেল ও উমেস যাদব। একটি উইকেট পান সুনীল নারাইন।

১৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার দলপতি গম্ভীর ব্যক্তিগত ৬ রান করেই বিদায় নেন। আরেক ওপেনার রবিন উথাপ্পা ৫২ বলে ৬টি চার আর দুটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৭২ রান।

আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। ইউসুফ পাঠান ১০, সূর্যকুমার যাদব ২১, আন্দ্রে রাসেল ১৭ রান করেন।

দিল্লির হয়ে দলপতি জহির খান ৩.৩ ওভার বল করে তিনটি উইকেট নেন। ৪ ওভারে ৪৭ রানের বিনিময়ে আরও তিনটি উইকেট তুলে নেন ব্রাথওয়েইট। একটি করে উইকেট দখল করেন অমিত মিশ্র ও ক্রিস মরিস।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে ব্রাথওয়েইটের হাতে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।