ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে মাঠে নামবে ছয়টি দল। ছয় দলে রয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আর উঠতি তারকারা।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে মাঠে নামবে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ লিজেন্ডস অব রুপগঞ্জ। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুল লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।
কলাবাগান ক্রিকেট একাডেমি বনাম ভিক্টোরিয়া:
বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান। তার দলে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, মাইশুকুর রহমান আর ইরফান শুক্কুররা। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল দলটি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬ উইকেটে হারে কলাবাগান ক্রিকেট একাডেমি।
অপরদিকে, নাদিফ চৌধুরির নেতৃত্বে খেলা ভিক্টোরিয়ায় মমিনুল হক, আল আমিন, ধীমান ঘোষ, কামরুল ইসলাম রাব্বিরা নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় ভাবে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ম্যাচ টাই করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুশফিকুর রহিমের মোহামেডানকে ২ উইকেটে হারিয়ে দেয় ভিক্টোরিয়া।
মোহামেডান বনাম লিজেন্ডস অব রুপগঞ্জ:
দুই রাউন্ডেই ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ইনিংস সর্বোচ্চ ৭২ আর দ্বিতীয় ম্যাচে ইনিংস সর্বোচ্চ ১০৪ রান করেন তিনি। মুশফিক, নাঈম, এনামুল হক জুনিয়রদের মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ৭৮ রানে জিতলেও পরের রাউন্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে দুই উইকেটে হেরে বসে। অপরদিকে, ভিক্টোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে টাই করে তারকায় ভরা লিজেন্ডস অব রুপগঞ্জ। দলে রয়েছেন মোশাররফ রুবেল, সৌম্য সরকার, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ মিঠুন, আসার জাইদি, তাইজুল ইসলাম আর আবু হায়দার রনির মতো ক্রিকেটার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারায় তারা।
ক্রিকেট কোচিং স্কুল বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স:
রাজিন সালেহর নেতৃত্বে একঝাঁক তরুণ তারকাকে নিয়ে সাজানো ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) নিজেদের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের নায়ক পিনাক ঘোষ, সাইফ হাসান, সালমান হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার, সালেহ আহমেদ শাওনরা দুর্দান্ত খেলেও মাত্র ৫ রানে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
এদিকে, গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়ে ১০৬ রানে হারিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে। এনামুল হক বিজয়, শামসুর রহমান, মেহেদি হাসান, পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়ররা অলোক কাপালির নেতৃত্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর