ঢাকা: চলমান আইপিএলের আসরে এমনিতেই বাজে অবস্থায় মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। এর উপর আরেকটি বড় ধাক্কা পেল ক্যাপ্টেন কুলের দলটি।
২৪ বছর বয়সী পুনের অজি তারকা মার্শ সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে, নিজ দেশ অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন মার্শ। পুনের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন অজি এই তারকা। চারটি উইকেট নিয়েছেন ৫ ইকোনমি রেটে।
এর আগে ইনজুরির কারণে ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে হারানোর পর দলটি থেকে ছিটকে পড়েন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস। হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় আইপিএলের চলমান আসর থেকে বিদায় নিতে হয় পুনের ব্যাটসম্যান প্লেসিসকে। প্রায় ছয় সম্তাহের জন্য ব্যাট হাতে নিতে পারবেন না তিনি।
আগামী ০৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে। তাই ফাফ ডু প্লেসিস আর মিচেল মার্শকে দলে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় থেকে গেল তাদের ক্রিকেট বোর্ড।
পুনের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ইনজুরিতে তারকা ক্রিকেটারদের ছিটকে পড়ায় আমরা হতাশ হচ্ছি না। আমরা আশা করছি তারা খুব শিগগিরই ক্রিকেটে ফিরবে। তাদের দ্রুত আরোগ্য কামনা করি। প্লেসিসের বদলি হিসেবে আমরা অস্ট্রেলিয়ার উসমান খাজাকে নিয়ে আসবো। আর আমি নিশ্চিত অজি এই ওপেনার পুনের দলে বেশ ভালো ভাবেই নিজেকে মানিয়ে নেবে। খাজার উপস্থিতি পুনের বাকিদের জন্য বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর