ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির দলে মাহমুদুল্লাহকে নেওয়ার আহবান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২, ২০১৬
ধোনির দলে মাহমুদুল্লাহকে নেওয়ার আহবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বিদেশি কোটায় মহেন্দ্র সিং ধোনির আইপিএলের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়ার আহবান জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। পুনের বাজে সময়ে বাংলাদেশের মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ রিয়াদের দিকেই চোখ রেখেছেন তিনি।

 

আইপিএলের এবারের আসরে ধারাভাষ্যকারের দায়িত্বে নেই হার্শা। বিসিসিআইয়ের সঙ্গে কোনো এক কারণে তাকে এবার দায়িত্ব দেওয়া না হলেও আইপিএলের প্রতিটি ম্যাচ আর প্রতিটি দল নিয়ে বিশ্লেষণধর্মী মন্তব্য করে আসছেন হার্শা।

 

তারই ধারাবাহিকতায় বাজে সময় কাটানো পুনেকে কিছুটা পরামর্শ দিয়ে তিনি জানান, বিদেশি কোটায় ক্রিকেটার নিতে চাইলে বাংলাদেশের তারকা মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া প্রয়োজন ধোনিবাহিনীর। নিজের টুইটারে এমন মন্তব্য করেন তিনি।

হার্শা তার টুইটে লিখেছেন, ‘জনসন চার্লস পুনেতে আসছে? এমন একজন টপঅর্ডার ক্রিকেটারকে কি নেওয়া উচিৎ না, যে স্বাধীনভাবে ব্যাট চালাতে পারবে? মাহমুদুল্লাহ কি দুর্দান্ত ফিনিসার না? পুনের জন্য বাজে অনুভূতি হচ্ছে। তাদের তিন টপঅর্ডারের বিদেশি কোটার ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে পড়েছে। ’

ধোনির দল থেকে ইনজুরির কারণে প্রথম ছিটকে পড়েন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। এরপর আঙ্গুল ভেঙে যাওয়ায় আসর থেকে ছিটকে পড়েন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিস। সবশেষ অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ ইনজুরিতে পড়ে পুনের দল থেকে ছিটকে পড়েন।

এদিকে, পুনের মেন্টর স্টিফেন ফ্লেমিং জানান, ‘বিদেশি কোটায় ইনজুরিতে পড়া ক্রিকেটারদের বদলি হিসেবে দলে যোগ দিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজাকে আনা হবে। কথা চলছে ক্যারিবীয়ান তারকা জনসন চার্লসের সঙ্গেও। ’

তবে, হার্শা ভোগলের টুইটের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও তারা ভেবে দেখতে পারে। বর্তমানে ডিপিএলের আসরে মাহমুদুল্লাহ রিয়াদ শেখ জামাল ধানমন্ডিকে নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।