ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ৪, ২০১৬
ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ

ঢাকা: চলতি আইপিএলের মাঝপথেই আলো কেড়ে নেওয়া ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেরা একাদশ। যেখানে অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

 

০৩ মে’র আগ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএলের সেরা একাদশটি তৈরি করেছেন স্যামুয়েল ফেরিস। ক্রিকেট বোদ্ধা হিসেবে যিনি পরিচিত স্যাম ফেরিস নামে।

ফেরিস তার ক্রিকেটজ্ঞান থেকে মুস্তাফিজ প্রসঙ্গে লিখেছেন, ‘মুস্তাফিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপেই খুঁজে পাওয়া যায়। সে তো এখন পুরোপুরি আইপিএল তারকা। এই বাঁহাতি পেসারের হাতে রয়েছে সব ধরনের অস্ত্র। যেমন, কাটার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার। সানরাইজার্স হায়দ্রাবাদে সে ‘ফিজ’ নামেই পরিচিত। শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার যোগাযোগে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু তার বলে বিশ্বসেরা ব্যাটসম্যানরাই সমস্যায় পড়েছেন। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রান দিয়ে সে দুটি উইকেট তুলে নিয়েছিল। তার প্রথম ১৫ বলে ব্যাটসম্যানরা মাত্র এক রান তুলে নিতে সক্ষম হয়। আর পুরো ৪ ওভার বল করলেও ব্যাটসম্যানরা তাকে বাউন্ডারি হাঁকাতে পারেনি। ২০ বছর বয়সী এই পেসার সত্যিই অসাধারণ। ’

মাঝপথে থাকা আইপিএলের সেরা একাদশ:

১। ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ):
৭ ইনিংস, ৩৮৬ রান, ৭৭.২০ গড়, ১৬৮.৫৫ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৯২ রান, হাফ সেঞ্চুরি ৫টি

২। বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৭ ইনিংস, ৪৩৩ রান, ৭২.১৬ গড়, ১৩৭.০২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ১০০ রান, সেঞ্চুরি: ১টি, হাফ সেঞ্চুরি ৪টি

৩। রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
৯ ইনিংস, ৩৮৩ রান, ৬৩.৮৩ গড়, ১৩৭.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৮৫ রান, হাফ সেঞ্চুরি ৫টি

৪। এবিডি ভিলিয়ার্স (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৭ ইনিংস, ৩২০ রান, ৪৫.৭১ গড়, ১৬৩.২৬ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৮৩ রান, হাফ সেঞ্চুরি: ৩টি

৫। গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৮ ইনিংস, ৩৩৯ রান, ৫৬.৫০ গড়, ১২৩.৭২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৯০ রান, হাফ সেঞ্চুরি: ৩টি

৬। কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস)
৬ ইনিংস, ১৯৯ রান, ৩৯.৮০ গড়, ১৬০.৪৮ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ১০৮ রান, সেঞ্চুরি: ১টি, হাফ সেঞ্চুরি: ১টি

৭। ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)
৩ ইনিংস, ৯৩ রান, ৪৬.৫০ গড়, ২১৬.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৮২ রান, হাফ সেঞ্চুরি: ১টি
উইকেট: ৫টি, গড় ৩০, ইকোনমি ৬.৫২, স্ট্রাইকরেট ২৭.৬০, সেরা বোলিং ৩৫/২

৮। মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)
৭ ইনিংস, উইকেট: ১০টি, ১৭.৬০ গড়, ৭.৭০ ইকোনমি, ১৩.৭০ স্ট্রাইকরেট, সেরা বোলিং ২৩/৩

৯। মিচেল ম্যাকক্লেনাঘেন (মুম্বাই ইন্ডিয়ান্স)
৯ ইনিংস, উইকেট: ১৩টি, ২১.১৫ গড়, ৭.৯৭ ইকোনমি, ১৫.৯২ স্ট্রাইকরেট, সেরা বোলিং ২১/৪

১০। মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৭ ইনিংস, উইকেট: ৮টি, ২১.২৫ গড়, ৬.৫৩ ইকোনমি, ১৯.৫০ স্ট্রাইকরেট, সেরা বোলিং ৯/২

১১। অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)
৬ ইনিংস, উইকেট: ৮টি, ১৬.৮৭ গড়, ৭.১০ ইকোনমি, ১৪.২৫ স্ট্রাইকরেট, সেরা বোলিং ১১/৪

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।