ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সাবেক কোচের দিকে দৃষ্টি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মে ৪, ২০১৬
টাইগারদের সাবেক কোচের দিকে দৃষ্টি পাকিস্তানের ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগেই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল। এবার পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে তিনি, এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

 

মেহেদি হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, সালেহ আহমেদ শাওন, জাকির হাসান, সাইফুদ্দিন, পিনাক ঘোষদের সঙ্গে ১৬ সপ্তাহের জন্য কাজ করার দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ। এর আগে কাজ করেছিলেন সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদদের সঙ্গে।

পিসিবি চেয়ারম্যান জানান, আমাদের পরবর্তী বোর্ড মিটিংটি খুব শিগগিরই লাহোরে অনুষ্ঠিত হবে। সেখানেই স্টুয়ার্ট ল’র ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আমরা তাকে প্রস্তাব করেছি। তবে, বোর্ডের মিটিংয়ের আগে আমরা তার নাম নিশ্চিত করে এবং আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে চাইনা।

শাহরিয়ার আরও জানিয়ে রাখেন, স্টুয়ার্ট যদি এই পদে কাজ করতে না রাজি হন তবে আমাদের হাতে বিকল্প উপায় রয়েছে। আমরা স্টুয়ার্টের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হলে বিকল্প হিসেবে ইংলিশ সাবেক ক্রিকেটার অ্যান্ডি মোলের সঙ্গে কথা বলব। তিনি হংকং, কেনিয়া, স্কটল্যান্ড, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ক্লাবের প্রধান কোচ আর আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন স্টুয়ার্ট ল। অজিদের সাবেক এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ১০ মাস পরেই পদত্যাগ করেন। তার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। এরপর তিনি অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপের ফাইনালে তোলেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছিলেন স্টুয়ার্ট ল।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।