ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীনের পা ছুঁয়ে ‘আশীর্বাদ’ চাইলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ৯, ২০১৬
শচীনের পা ছুঁয়ে ‘আশীর্বাদ’ চাইলেন যুবরাজ

ঢাকা: দেশ তাকে ক্রিকেট ঈশ্বর হিসেবে বিবেচনা করে, সতীর্থদের কাছে তিনি আলোর পথ নির্দেশক। শচীন টেন্ডুলকারের পা ছুঁয়ে যুবরাজ সিংয়ের ‘আশীর্বাদ’ চাওয়ার মধ্য দিয়ে সেটিই আবারো স্পষ্টভাবে প্রতীয়মান হলো!

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ শেষে এমন দৃশ্যের সাক্ষী হন স্টেডিয়ামের হাজারো দর্শক।

মুম্বাইকে ৮৫ রানের বড় ব্যবধানে হারানোর পর দু’দলের খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন তখন যুবরাজের সামনে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের আইকন শচীন। যিনি দলের মেন্টর ও পরামর্শকের দায়িত্ব পালন করছেন।

বাউন্ডারি লাইনের পাশে সোজা বসে পড়ে শচীনের পা ছুঁয়ে যেন উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন যুবরাজ। যা কারো কাছ থেকে আশীর্বাদ চাওয়ার মতোই ব্যাপার। এ সময় যুবরাজের সানরাইজার্স সতীর্থরা ছাড়াও মুম্বাইয়ের খেলোয়াড়রাও পাশে ছিলেন। সবার মুখেই ছিল হাসি।

এবারই প্রথম নয়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো শচীনের পায়ের স্পর্শ নিলেন যুবরাজ। ২০১৫ সালে লর্ডসে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচেও একই কাণ্ড করেছিলেন ভারতীয় ব্যাটিং তারকা। ওই ম্যাচটিতে টেন্ডুলকারের নেতৃত্বে ম্যারিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে ১৩২ বলে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন বিশ্ব একাদশের যুবরাজ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।