ঢাকা: সময়টা খুব খারাপ যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) এই ক্রিকেটারের উপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আম্পায়ারদের।
গত ০৩ মে ধানমন্ডির চার নম্বর মাঠে অনুশীলনে বোলিং করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান মাটিতে। এতে বাঁ-পায়ে মারাত্মক চোট পান এ পেসার। মঙ্গলবার (১০ মে) স্ক্র্যাচে ভর করে বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরীর কাছে চিকিৎসা নিতে মিরপুরে এসেছিলেন সাইফুদ্দিন। তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
সাইফুদ্দিন অবশ্য আশা রাখছেন শেষ দু-তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন। বাংলানিউজকে তিনি বলেন, ‘শেষ দু-তিনটি ম্যাচ খেলতে পারবো আশা করছি। আমি দলের মূল পেসার, আমার না থাকায় দলতো আরও ব্যাকফুটে চলে যাবে। রেলিগেশন এড়ানোই কঠিন হয়ে গেল। ’
প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরেছে এবারের লিগের অপেক্ষাকৃত দূর্বল দল সিসিএস। প্রথম তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে দলের জন্য ভালোই অবদান রাখছিলেন সাইফুদ্দিন। ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি এ অলরাউন্ডার। তিন ম্যাচের একটিতে করেছিলেন ৩১ রান।
স্ট্রাইক বোলারের অনুপস্থিতি ভালোই টের পাচ্ছে সিসিএস। মঙ্গলবার পঞ্চম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গেও বড় ব্যবধানে হেরেছে তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসকে/এমআরএম