ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল। রাজিন সালেহের ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল।
মঙ্গলবার (১০ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে আগে ব্যাট করে শেখ জামাল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২৯০ রান। জবাবে, ৪৮.৩ ওভার ব্যাট করে সিসিএস ২০০ রানেই গুটিয়ে যায়।
শেখ জামালের হয়ে ওপেনার আবদুল্লাহ আল মামুন ১৬ এবং মাহবুবুল করিম ১৬ রান করে বিদায় নেন। জামালের হয়ে চার নম্বরে ব্যাট হাতে নামেন রিয়াদ। দলীয় ৩৪ রানের মাথায় দলের দুই ওপেনার ফিরে গেলে মার্শাল আইয়ুবকে নিয়ে জুটি গড়েন রিয়াদ। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান দলের স্কোরবোর্ডে আরও ২০৩ রান যোগ করেন।
মার্শাল আইয়ুব দলীয় ২৩৭ রানের মাথায় ফিরে গেলেও তার আগে শতক হাঁকান। ১১৫ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে তিনি ১০৩ রান করেন।
চার রাউন্ড শেষ হয়ে গেলেও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ থাকায় নিজের মাইলফলকের ম্যাচটিই হয়তো বেছে নেন রিয়াদ। লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে এটিই ছিল রিয়াদের ২০০তম ম্যাচ। আর এ ম্যাচেই ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টাইগার অলরাউন্ডার। ১৩৯ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় তিনি তার ইনিংস সাজান।
এর আগে চার রাউন্ডে ব্যাট হাতে রিয়াদের ইনিংস ছিল ৩৭, ২৪, ২৭ আর অপরাজিত ২১ রানের। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে চারটি শতক আর ২৮টি অর্ধশতকের দেখা পেয়েছিলেন।
এছাড়া মুক্তার আলী ১১, লঙ্কান তারকা জীবন মেন্ডিস অপরাজিত ৫ রান করেন।
সিসিএসের হয়ে মেহরাব হোসেন তিনটি ও সালেহ আহমেদ শাওন দুটি উইকেট নেন।
২৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিসিএসের ওপেনার সাইফ হাসান ৪৭ রান করে বিদায় নেন। আরেক ওপেনার পিনাক ঘোষ করেন ২৪ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন দলপতি রাজিন সালেহ। এছাড়া সালমান হোসেন ১০, অমিত মজুমদার ১১, উত্তম সরকার ২০, আশরাফুন নবী ১৫ রান করেন।
৪৮.৩ ওভারে ২০০ রান তুলতেই অলআউট হন সিসিএস।
শেখ জামালের হয়ে দুটি করে উইকেট নেন শফিউল, মুক্তার ও মেন্ডিস। এছাড়া একটি করে উইকেট দখল করেন সোহাগ গাজী ও মার্শাল আইয়ুব।
৫ রাউন্ড শেষে শেখ জামাল তিনটি জয় আর দুটিতে পরাজয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ৫ ম্যাচের পাঁচটিতেই হারের লজ্জা পেলো সিসিএস।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর