ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষস্থানে মুশফিকের মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
শীর্ষস্থানে মুশফিকের মোহামেডান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) বৃষ্টিবিঘ্নিত পঞ্চম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে তিন বল বাকি থাকতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান।

এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুশফিকের দল।

 

মঙ্গলবার (১০ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামে মাহমুদুল হাসানের কলাবাগান ক্রিকেট একাডেমি ও মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

আগে ব্যাট করে কলাবাগান ক্রিকেট একাডেমি ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২৩১ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ২০.৫ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৯৭ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। বৃষ্টি শেষে আবারো মাঠে বল গড়ালে মোহামেডানের সামনে ৪৩ ওভারে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২০৭ রান। ৪২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

কলাবাগানের হয়ে ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন ভারতের মধ্যপ্রদেশের ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান জতিন সাক্সেনা। ডানহাতি এই ভারতীয় ব্যাটসম্যান ১০০ বল মোকাবেলা করে ৭টি চার আর দুটি ছক্কায় তার ইনিংস সাজান। ৫০ রান করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এছাড়া ওপেনার মাইশুকুর রহমান ৩১ রান করে বিদায় নেন।

মোহামেডানের হয়ে তিনটি উইকেট তুলে নেন এনামুল হক জুনিয়র। এছাড়া দুটি করে উইকেট দখল করেন নাঈম ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র।

২৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের ওপেনার সৈকত আলী ৯ রানে বিদায় নেন। দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেটের পতন হলেও জুটি গড়েন ইজাজ আহমেদ ও লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। এ জুটি থেকে আসে আরও ১১১ রান।

ইজাজ ৬৮ বলে ৬০ রান করে বিদায় নেন। থারাঙ্গার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৯০ রান। তার ১১৪ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি চার আর একটি ছক্কার মার। অপরাজিত থেকে আর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই লঙ্কান। মুশফিক করেন ২৩ রান।

তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় মুশফিক বাহিনী। আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মোহামেডান। ৫ ম্যাচে চার জয় আর একটি পরাজয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অপরদিকে, কলাবাগান ক্রিকেট একাডেমি তাদের ৫ ম্যাচের পাঁচটিতেই হেরেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।