ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বলের আঘাতে আহত নাদির শাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
বলের আঘাতে আহত নাদির শাহ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ক্রিকেট মাঠে আম্পায়ারদের নিরাপত্তা নিয়ে কথাবার্তা চলছে অনেক দিন ধরেই। বলের আঘাতে অনেক আম্পায়ারই ইনজুরিতে পড়েছেন।

এবার বাংলাদেশেই ঘটেছে এমন ঘটনা।

 

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে আম্পায়ারিংয়ে ফেরা নাদির শাহকে।

মঙ্গলবার (১০ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলের পঞ্চম রাউন্ডে মোহামেডান ও কলাবাগান ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচে মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়েন নাদির শাহ। এ ম্যাচে মাঠের দায়িত্বে নাদির শাহ ছাড়াও ছিলেন গাজী সোহেল।

মোহামেডানের ব্যাটিংয়ের সময় (ম্যাচের দ্বিতীয় ইনিংস) নাদির শাহ দায়িত্ব পালন করছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে। লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার একটি শট স্কয়ার লেগ দিয়ে যাওয়ার সময় কলাবাগানের ফিল্ডার মেহেদি হাসান মিরাজ বল থামাতে চেষ্টা করেন। তবে, মিরাজ বল থামাতে ব্যর্থ হলে তার হাত স্পর্শ করা বল গিয়ে লাগে নাদির শাহর কপালে।

মাঠেই লুটিয়ে পড়েন নাদির শাহ। কিছুটা অস্বস্তিবোধ করলে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে, তাকে আর ম্যাচ পরিচালনা করতে দেওয়া হয়নি। তার পরিবর্তে ম্যাচের দায়িত্ব পালন করেন রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালান, তাতে বলের আঘাত থেকে নিজেদের সুরক্ষার জন্য নতুন সব উপায় বের করছেন আম্পায়াররা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া-ভারতের ওয়ানডে সিরিজ চলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন রিচার্ড কেটেলবোরো। গত বছর ডিসেম্বরে ভারতে রঞ্জি ট্রফির ম্যাচ চলার সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ান আম্পায়ার জন ওয়ার্ডকে

বিগ ব্যাশ লিগের গত মৌসুমে হেলমেট পরে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার জেরার্ড অ্যাবড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে বামহাতে একটা ঢাল নিয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ভারত-অস্ট্রেলিয়ার আরেকটি ওয়ানডে ম্যাচে হেলমেট পরে মাঠে নেমে শোরগোল ফেলে দিয়েছিলেন আম্পায়ার জন ওয়ার্ড।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।