ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনী-মোহামেডান দ্বৈরথের অপেক্ষায় মিরপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
আবাহনী-মোহামেডান দ্বৈরথের অপেক্ষায় মিরপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আবাহনী-মোহামেডান এই দু’টি নামই পুরো দেশকে দুই পক্ষে ভাগ করে দিত এক সময়। সে যৌলুস কিছুটা কমে গেলেও নামের ওজন এখনো আছে ক্লাব দু’টির।

 ঢাকা প্রিমিয়ার লিগে সেই আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার (১২ মে)। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দু’দলের লড়াই শুরু সকাল ৯টায়।

পয়েন্ট টেবিলের দিকে তাকালেও ম্যাচটা গুরুত্বপূর্ন দুই দলের জন্যই। প্রথম পাঁচ ম্যাচের চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুশফিকুরর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচে তিন জয়ে ষষ্ঠ অবস্থানে তামিম ইকবালের আবাহনী লিমিটেড। লিগের ষষ্ঠ রাউন্ডে এসে এবার ময়দানি লড়াইয়ে দেখা হচ্ছে দল দুটির।

লিগে শীর্ষে থাকা মোহামেডান চায় আরও একটি জয় তুলে সুপার লিগ নিশ্চিতের পথে এগিয়ে যেতে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও স্বস্তিবোধ করছেন না মোহামেডান কোচ সোহেল ইসলাম, ‘এবারের আসরে আটটা দল প্রায় সবাই ব্যালেন্স দল গড়েছে। তাই শীর্ষে থেকেও স্বস্তিতে থাকার কোন কারণ নেই। যতক্ষণ পর্যন্ত ৭-৮ ম্যাচ না জিতবেন ততক্ষণ পর্যন্ত স্বস্তিতে থাকার কোন অবকাশ নেই। ’

আবাহনীর লক্ষ্য ভালো ক্রিকেট খেলে জয়ের ধারায় ফেরা।  সবশেষ ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে বৃষ্টি আইনে ২১ রানে হেরেছে তারা। নিজ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমরা এখনো সেরা ক্রিকেট খেলতে পারছি না। আমরা লাকি যে, তিনটা ম্যাচ জিতেছি। সবগুলো ক্লোজ ম্যাচ ছিল, হারতেও পারতাম। ’

দ্বৈরথে নামার আগে আবাহনী-মোহামেডান একে অপরকে বেশ সমীহ করছেন। আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল প্রতিপক্ষকে নিয়ে বলেছেন, ‘মোহামেডান লিগে ভালো খেলেই যাচ্ছে। আশা করি, ভালো একটা ম্যাচ হবে। আবাহনী-মোহামেডান ম্যাচ ক্রিকেট হোক, ফুটবল হোক কিংবা হকি। সবাই অন্যভাবে দেখে। ক্লাব কর্মকর্তা বলেন, মিডিয়া বলেন দর্শক বলেন সবাই বাড়তি গুরুত্ব দেয়। আশা করি গুড কনটেস্ট হবে। ’
 
মোহামেডানের কোচ সোহেল ইসলামেরও সুরও তামিমের মতো, ‘অবশ্যই আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। সব মিলিয়ে তাদের দলটি ব্যালেন্সড। আমাদের কিছু সুবিধা রয়েছে। ওরা যেমন ভালো টিম। আবার এই মুহূর্তের হিসেব করলে আমরাও বেশ ছন্দে আছি। আমাদের দলের কম্বিনেশনও ভালো। সেক্ষেত্রে বৃহস্পতিবার একটা ভালো খেলা হবে বলে আশা করা যায়। ’
 
স্পিনেই আবাহনীকে আটকাতে চাচ্ছেন মোহামেডানের এ কোচ, ‘মোহামেডান স্পিননির্ভর দল। আমি মনে করি আমাদের স্পিনাররা ভালো এবং অভিজ্ঞ। নাঈম ইসলাম আছে, এনামুল জুনিয়র আছে। নাঈম ইসলাম জুনিয়র আছে। আমাদের যে স্পিন শক্তি, আমার ধারণা এগুলো দিয়ে আমরা প্রতিপক্ষকে আটকাতে পারবো। ’
 
স্পিনারদের সাফল্যের সঙ্গে টপঅর্ডারে শ্রীলঙ্কান রিক্রুট উপল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে ধারবাহিকভাবে রান আসছে এবারের লিগে। বিগ ম্যাচের আগে এটা আরও বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে মোহামেডানের কোচকে, ‘মুশফিক-থারাঙ্গা রানে আছে। টপঅর্ডার ব্যাটসম্যরা যখন বড় রান করে, পার্টনারশিপ করে ন্যাচারালি ওই টিমের চেজ করতেও সুবিধা হয়,  আগে ব্যাট করলেও সুবিধা হয়। ’
 
ঘরোয়া ক্রিকেটে মোহামেডান-আবাহনী দ্বৈরথ মানে উন্মাদনা ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। একসময় মোহামেডান মানেই আমিনুল ইসলাম বুলবুল আর আবাহনী মানেই আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নুরা। সে সময় একজন ক্রিকেটার টানা একটি দলের হয়ে প্রতিনিধিত্ব করতেন। প্লেয়ার্স ড্রাফটের নিয়ম চালুর পর পছন্দের দলে থাকাটাও সম্ভব নয় খেলোয়াড়দের। আবাহনী কিংবা মোহামেডানের ক্রিকেটার-এই ট্যাগটা উঠে যাচ্ছে ক্রিকেটারদের নামের পাশ থেকে। প্রতিবারই নতুন ক্লাবে ভিড়তে হচ্ছে ক্রিকেটারদের।  

আবাহনী-মোহামেডান ম্যাচকে ঘিরে আগের সে উত্তাপ না থাকলেও আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ‘পুরনো ঐতিহ্যকে মাথায় রেখে এ ম্যাচকে বাড়তি গুরুত্ব দেবেই ক্রিকেটাররা, ড্রাফট সিস্টেমের কারনে প্লেয়াররা ঠিক করতে পারে না তারা কোন ক্লাবে খেলবে। এটাও ঠিক আমি যদি একটা ক্লাবে চার-পাচ বছর খেলি ওই টিমের প্রতি আমার আলাদা ফিলিংস তৈরী হয়ে যায়। ’

‘আকরাম চাচা, নান্নু ভাই একটা টিমে ১০-১৫ বছর খেলেছে। ওনাদের মধ্যে টিমের প্রতি যেই ফিলিংস ছিল এটা হয়তো এই টিমের মধ্যে অতটা নাই। তবে একটা ব্যাপার আছে। আমরা জানি আমরা আবাহনীকে রিপ্রেসেন্ট করছি প্রতিপক্ষও জানে তারা মোহামেডানকে রিপ্রেজেন্ট করছে। দুইটা টিমের একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যকে সমনে রেখে আবেগ, ভালোভাবে খেলার গুরুত্ব থাকেই ক্রিকেটারদের মাঝে। ’-যোগ করেন তামিম।

সম্ভাব্য একাদশ (আবাহনী লিমিটেড): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, মানভিন্দর বিসলা (ফরেন ক্যাটাগরি) নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, অভিষেক মিত্র, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন লিখন, আবুল হোসেন রাজু, মোহাম্মদ শাহজাদা, তাসকিন আহমেদ।

সম্ভাব্য একাদশ (মোহামেডান স্পোর্টিং): সৈকত আলী, এজাজ আহমেদ, উপুল থারাঙ্গা (ফরেন ক্যাটাগরি), মুশফিকুর রহিম (অধিনায়ক), নাইম ইসলাম, আরিফুল হক, হাবিবুর রহমান, নাজমুল হোসেন মিলন, নাইম ইসলাম (জুনিয়র), এনামুল হক (জুনিয়র), শুভাভিষ রায়।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।