ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলতে বাধা নেই পেরেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
খেলতে বাধা নেই পেরেরার

ঢাকা: শ্রীলংকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল পেরেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।

ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলতে এখন কোনো বাধা নেই পেরেরার।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে আইসিসি।

পেরেরার দেহে নিষিদ্ধ ড্রাগের সন্ধান পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে সামিয়ক নিষিদ্ধ করা হয়। পরে কাতারের অনুমোদিত একটি ল্যাবে নতুন করে  ডোপ টেস্টে ক্ষতিকারক কোনো কিছুই মেলেনি।

গত বছর পাকিস্তানের শ্রীলংকা সফরকালে ডোপ টেস্টের জন্য পেরেরার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টের ফলাফল ইতিবাচক হওয়ায় বোর্ড তাকে দ্রুত দেশে ফেরত আসার নির্দেশ দেয়। ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক ও ঘরোয়‍া ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন পেরেরা।
 
২৫ বছর বয়সী পেরেরা শ্রীলংকার এ ক্রিকেটার ৫১টি ওয়ানডে, ২২টি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে নিষিদ্ধ স্টেরয়েড গ্রহণের দায়ে বাঁ হাতি ব্যাটসম্যান উপল থারাঙ্গাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করে শ্রীলংকা।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।