ঢাকা: ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনির সমালোচনায় যোগ না দিলেও ধোনির অধিনায়কত্বের বিকল্প ভাবার অনুরোধ জানান ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি। টিম ইন্ডিয়ার দলপতি হিসেবে বিকল্প কাউকে ভাবার জন্য বোর্ডের কর্মকর্তাদের অনুরোধ করেন গাঙ্গুলি।
টেস্ট ছেড়ে দিলেও ধোনি এখনও টি-টোয়োন্টি আর ওয়ানডে দলের দায়িত্ব পালন করছেন। ভারতের সাদা পোশাকের নেতৃত্ব ভার উঠেছে বিরাট কোহলির কাঁধে। তবে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কে নেতৃত্ব দেবেন-এমন প্রশ্ন ছিল সৌরভের। তিনি এটাও স্মরণ করিয়ে দেন, ঘরের মাঠেও ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।
গাঙ্গুলি জানান, প্রতিটি বিশ্বসেরা দলের অধিনায়ক নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আমার প্রশ্ন হলো ভারতের নির্বাচকরা আর কতো দিন ধোনিকে জাতীয় দলের দায়িত্বে রাখবেন? তিন-চার বছর পরেও কি তারা ধোনিকে দিয়েই দলের নেতৃত্ব দেওয়াতে চান?
এদিকে আজহার জানান, ‘ধোনি সম্পর্কে গাঙ্গুলি যা বলেছে সেটি সম্পূর্ণই তার ব্যক্তিগত মতামত। কিন্তু, আমার মনে হয় ধোনি ভারতের সেরা অধিনায়কদের মধ্যে একজন। সে ভারতকে অনেক শিরোপা জিতিয়েছে। টিম ইন্ডিয়াকে এক নম্বর পজিশনে এনেছে। একজন ক্রিকেটারের ক্যারিয়ার উঠা-নামা করতেই পারে। ধোনির বর্তমান সময়টা ক্রিকেটার হিসেবে ভালো যাচ্ছে না এটা সত্যি। তবে, সে দলের তরুণ ক্রিকেটারদের জন্য স্তম্ভ।
ধোনির প্রসঙ্গে গাঙ্গুলি আরও জানিয়েছিলেন, ‘ভবিষ্যতের প্রশ্ন যখন উঠছে, তখন ধোনিকে নিয়ে আর না ভাবাই উচিৎ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে কি তাকে দলের নেতৃত্বে রাখা যায়? আমি মন থেকেই চাই না ধোনি এখনই ক্রিকেটকে বিদায় বলুক। ক্রিকেটের শর্ট ফরমেটে সে দারুণ করছে। ২০১৯ সালে হয়তো ধোনিকে ক্রিকেট ছেড়ে দিতে হবে। তাহলে কেন এখন থেকেই ধোনির বিকল্প খুঁজে বের করা হচ্ছেনা?’
ধোনিকে নিয়ে আজহারের মতামত, ‘ক্রিকেটকে বিদায় জানানোটা সম্পূর্ণ ধোনির উপর নির্ভর করছে। সে মানসিক, শারীরিক দিয়ে কতটা ফিট তার উপর নির্ভর করছে। সে নিজেই বুঝতে পারবে কখন দল তার থেকে চাহিদা মতো কিছু পাচ্ছেনা। অবসর নেওয়ার আগে তাকে দেশের কথা আগে ভাবতে হবে। ’
গাঙ্গুলির মতের সঙ্গে এক জায়গায় মিলেছেন আজহার। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই দলপতিই জানিয়েছেন, ধোনির উত্তরসূরি হিসেবে বিরাট কোহলিই যোগ্য। ইতোমধ্যেই কোহলি দলপতি হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন সাবেক কিংবদন্তিরা।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১২ মে ২০১৬
এমআর