ঢাকা: ক্রমেই যেন টেস্ট খেলুড়ে দেশগুলোর কাছে ডে-নাইট টেস্ট গ্রহণযোগ্য হয়ে উঠছে। গত বছরের নভেম্বরে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলে রেকর্ড বইয়ে নাম লেখায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড এমনটিই নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, আগামী বছরের প্রথম দিকে অজি দলের সম্ভাব্য ভারত সফরে ডে-নাইট টেস্ট আয়োজন করতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই অবশ্য ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়েই টিম ইন্ডিয়া তাদের প্রথম ডে-নাইট টেস্ট খেলবে।
এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি, ডে-নাইট টেস্ট নিয়ে ভারত ও বিশ্বের অন্যান্য অংশ থেকে কিছু ইতিবাচক সংকেত আসছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া দলের ভারত সফরে তারা (বিসিসিআই) অস্ট্রেলিয়ার বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে কথাবার্তা শুরু করার ইঙ্গিত দিয়েছে। এটা এখন কেবল একটা প্রশংসনীয় নির্দেশক। ডে-নাইট টেস্ট সমর্থকদের টেলিভিশনের সামনে বসে একাকী ক্রিকেট উপভোগের আরো সুযোগ প্রদান করছে। ’
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম